প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও হবিগঞ্জ জেলাকৃষক লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হুমায়ুন কবীর রেজার সমর্থনে বানিয়াচং উপজেলার একাধিক গ্রামে গণসংযোগ ও ৭টি বাজারে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ ও পথসভাগুলোতে বক্তৃতা করেন আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা। এ সময় তিনি বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান। পথসভাগুলোতে স্থানীয় কৃষক লীগের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ স্বতস্ফূর্তভাবে অংশ নেন।
গণসংযোগকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, শামাল হোসাইন, কৃষি বিষয়ক সম্পাদক আজমান মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর, সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, জেলা কৃষক লীগ নেতা আজিজুল হাকিম, মুরাদপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সৌকত আরেফিন, মন্দরী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল আমিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।