সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ লাখাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে সাবেক ছাত্র নেতা সাকিন আহমেদের পক্ষ থেকে ছাত্রশিবিরকে মোটরসাইকেল প্রদান ঈদ আনন্দ নেই জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারে নবীগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ছাত্রদলের ঈদ উপহার প্রদান শায়েস্তাগঞ্জের মোতাব্বির হোসেন কাজল যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার বানিয়াচং উপজেলা যুবদলের ইফতার ও দোয়া মাহফিল নবীগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার পবিত্র ঈদ উল ফিতর এর শুভেচ্ছা, ঈদ মোবারক ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ ॥ নবীগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু

বানিয়াচঙ্গে অভাবনীয় কৃষি বিপ্লব ॥ বদলে গেছে কৃষক ভাগ্য

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৭০৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বদলে গেছে বানিয়াচঙ্গের কৃষির পরিবেশ। যেখানে বছরে ৬ মাস বেকার থাকতে হত সেই বেকারত্বকে তাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন কৃষকরা।
কৃষক ও কৃষি অফিস সূত্রে জানা গেছে, বানিয়াচং একটি হাওর অধ্যুষিত এলাকা। উপজেলার বেশীর ভাগ মানুষ কৃষক। একমাত্র কৃষির উপর নির্ভরশীল হাজার হাজার কৃষক পরিবার। এক ফসল ছাড়া অন্য কোন উপায় ছিলনা। একটি মাত্র ফসল ঘরে তোলার পর বছরের অর্ধেক সময় কৃষকরা অলস সময় কাটাতে হত। কিন্তু হালে বদলে গেছে বানিয়াচংয়ের কৃষির চিত্র। যে জমিতে একসময় এক ফসল উঠানো হত সে জমি থেকে এখন ৩ ফসল তোলা হচ্ছে।
কৃষি অফিসের তথ্যমতে, চলতি রোপা আমন লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার হেক্টর জমি বেশী চাষাবাদ করা হয়েছে। হাওর অঞ্চল অধ্যূষিত বানিয়াচং উপজেলায় হাজার হাজার হেক্টর জমি শুধুমাত্র রবি মৌসুমে এককালীন চাষাবাদ করা হত। এতে করে কৃষক তেমন একটা লাভবান হত না। এখন একই জমিতে কৃষক ৩বার ধানের চারা লাগিয়ে ফসল উৎপাদন করছে। এ দৃশ্য এখন বানিয়াচঙ্গের প্রতিটি হাওরের। ১বছর আগেও যেখানে এ মৌসুমে শুধু খালি জমি পড়ে থাকতে দেখা যেত, সেখানে এখন সবুজ ধানের চারাগুলো বাতাসে দুলছে। রবি মৌসুম শেষ হওয়ার পরপরই কৃষক খরিপ-১ জাতের ধান চাষাবাদ করছে। খরিপ-১ জাতের ধান কাটার পরপরই সেখানে রোপন করছে খরিপ-২ জাতের ধান।
কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এ মৌসুমে খরিপ-২ জাতের ধান (রোপা আমন) চাষের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ২শ ৪০ হেক্টর, ইতিমধ্যে অর্জিত হয়েছে ৭ হাজার ১শ ৫০ হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার হেক্টর বেশী। যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দুলাল উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বানিয়াচঙ্গের কৃষক প্রতিনিয়তই তাদের সাথে যোগাযোগ করে কিভাবে একই জমিতে কয়েক দফা ধান চাষাবাদ করা যায়, এ বিষয়ে তাদের আগ্রহের কথা জানায়। কৃষকের আগ্রহ দেখে কৃষি বিভাগ তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদের বিভিন্ন জাতের ধান চাষের উপর হাতে কলমে প্রশিক্ষণ দেয়। এ প্রশিক্ষণ জ্ঞান কাজে লাগিয়ে অনাবাদী হাজার হাজার হেক্টর জমিকে এখন চাষাবাদের আওতায় নিয়ে আসা হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু হাশেম রাফে জানান, আমরা মাঠ পর্যায়ে সরেজমিন কৃষকদের সহায়তা প্রদান করছি। তিনি আরো জানান, অনেক নিচু জায়গায় ভাসমান বীজতলা তৈরী করে আমরা বিনামূল্যে কৃষকদের মধ্যে ধানের চারা বিতরণ করছি। কৃষক হেলিম উল্বা জানান, এখন আর কোন জমি অনাবাদি থাকে না, ১ বছর আগেও আমরা শুধুমাত্র ১ ফসলের উপর নির্ভরশীল ছিলাম। বর্তমানে একই জমিতে এখন ৩ ফসল উৎপাদন করা যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com