আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে ৪ জোয়ারীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ মাস করে জেল দেওয়া হয়েছে। এরা হল ওই গ্রামের মৃত মনু মিয়ার পুত্র মাহিন মিয়া, লিল মিয়ার পুত্র মোহাম্মদ আলী, রমজান আলীর পুত্র সোলেমান মিয়া ও হুসেন মিয়ার পুত্র জাবেদ মিয়া। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় লাখাই থানার এএসআই নজরুল ইসলাম ওই জোয়ারীদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা উবায়দুর রহমানের কার্যালয়ে হাজির করেন। পরে তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত বসিয়ে তিনি ৪ জোয়ারী প্রত্যেককে তিন মাস করে জেল প্রদান করেন। প্রসংগত গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে লাখাই থানার এএসআই নজরুল ইসলাম অভিযান চালিয়ে মোড়াকড়ি গ্রাম থেকে ৪ জোয়ারীকে আটক করেন বলে জানান ওসি এমরান হুসেন।