স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার নাজিরপুরে প্রবাসির স্ত্রী হত্যাকাণ্ডের ঘটনায় স্বামী সঞ্জব আলী দেশে এসে ঘটনার ৩ পর অবশেষে মামলা দায়ের করেছেন। তবে কাউকে আসামী না করে অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামী করা হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ সেপ্টেম্বর বিকাল ৩ টায় সঞ্জব আলীর স্ত্রী সাজেরা খাতুনের হাত পা মুখ বাধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ। এর পর সৌদি আরব প্রবাসি সঞ্জব আলীকে খবর দেওয়া হলে তিনি গতকাল মঙ্গলবার সকালে দেশে এসে এ মামলা দায়ের করেন।
এলাকাবাসী অভিযোগ করেন, নাজিরপুর, পইল, আসামপাড়া, তেঘরিয়া ও এড়ালিয়াসহ আশপাশের এলাকায় প্রতিদিন জুয়ার আসর বসে। টাকা পয়সার জন্য জুয়াড়িরা প্রায়ই চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এ ঘটনার পর থেকে অনেক জুয়াড়িরা আত্মগোপন করেছে।
সদর থানার ওসি শহিদুর রহমান জানান, মামলা দায়ের করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।