ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছেন ১০জন। গতকাল মঙ্গলবার সকালে ও দুপুরে নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনাগুলো ঘটে। আহতদের সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন জগন্নাথপুরে মৃত মোহন দাশের পুত্র জগদিশ দাশ (৫৫), জগদিশ দাশের স্ত্রী কাজল রানী দাশ (৫৫), সোহেল দাশ (১৬) জুয়েল দাশ (১২), সাদুল্লাহপুর গ্রামের শফিক মিয়ার পুত্র আঃ নূর (১৮), কানাইপুর গ্রামের লেচু মিয়ার স্ত্রী জাবেদা (৪০), জয়নগর গ্রামের সৈয়দ শারফিন আলীর স্ত্রী সৈয়দা হুসনা বেগম (২৮), জাহাঙ্গীর মিয়ার পুত্র সৈয়দ হাসান আলী (১৩), মৃত সৈয়দ মখলিছ আলীর পুত্র জাহাঙ্গীর (৫৪), রাজনগর গ্রামের মৃত খাইরুল ইসলামের পুত্র রোহান (৯)।