প্রেস বিজ্ঞপ্তি ॥ আল্লামা মুফতি শিব্বীর আহমদ (রহঃ) স্মারক প্রকাশনা পরিষদের বৈঠক অনুষ্টিত হয়েছে। সোমবার সকাল ১০টা আশরাফ জাহান কমপ্লেক্সের সোনার তরী হোটেলে স্মারক কমিটির উপদেষ্ঠা বর্ষীয়ান রাজনীতিবিদ ও আলেমে দ্বীন আল্লামা আঃ রব ইউসুফী এর সভাপতিত্বে মরহুমের জৈষ্ঠ্য পুত্র মাওঃ মুফতি শাহ জুলকার নাইনের পরিচালনায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক তালিম তরবিয়ত বিভাগীয় প্রধান ও মুফতি বোর্ডের সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা হাফেজ মুফতি শিব্বীর আহমদ মাহবুর (রহঃ) স্মারক প্রকাশনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। স্মারক কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্মারক কমিটির সহ-সভাপতি মাওঃ আব্দুল্লাহ আকিলপুরী, মাওঃ আঃ কদ্দুছ, মাওঃ মাসউদুর রহমান চৌধুরী বেলাল, মাওঃ জাবের আল হুদা, সাংবাদিক মাওঃ আজিজুর রহমান তালুকদার, মাওঃ শামছুদ্দিন, মাওঃ জুবাইর আহমদ, মাওঃ খলিলুর রহমান প্রমুখ। সভায় হযরতের জীবন ও কর্মের উপর তথ্য সংগ্রহ ও সম্পাদনার দায়িত্ব মরহুমের জৈষ্ঠ্য পুত্র মাওঃ মুফতি শাহ জুলকার নাইনকে প্রদান করা হয় এবং স্মারক উন্মোচনে সেমিনারের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।