স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সামসুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে আলী নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হ। সে ওই গ্রামের মনছব উল্লার পুত্র। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এসআই সজীব দেব রায়ের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় আটককৃত আসামীর সামসুল আলমকে বসতবাড়ী থেকে মরণ নেশা ৩৫ পিছ ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম আজমিরুজ্জামান জানান , আটককৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।