বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজাকে সহশ্রাধিক নেতাকর্মী-জনতার সমর্থন

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি প্রার্থী জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবীর রেজাকে সমর্থন জানিয়েছেন আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের সহশ্রাধিক নেতাকর্মী এবং স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার বিকেলে মার্কুলী খেলার মাঠে আয়োজিত জনসভায় তারা এই সমর্থন জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজা। এ সময় তিনি বর্তমান সরকারের ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে আগামীতেও নৌকায় ভোট চান জনগণের নিকট। ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্র চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলামের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় কুমার রায়, জেলা কৃষক লীগ নেতা ইমরুল হাসান, আজমিরীগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক এমএস হিফজুর রহমান, বানিয়াচং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সামছুল হক ঠাকুর সেবুল, সাংগঠনিক সম্পাদক এসএম সোহাগ, কাগাপাশা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আজিজুল হাকিম, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জু কুমার দাশ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল মিয়া, সাংগঠনিক সম্পাদক পংকজ কান্তি দাশ নিধু, ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আজিজুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তৌহিদ মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শেখ শাহাদাত মিয়া এবং গীতা পাঠ করেন ভানু আচার্য্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com