প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল ২৫ সেপ্টেম্বর ২০১৮ মঙ্গলবার সকাল ১০টায় গোপলার বাজার রুস্তমপুর ন-মৌজা সুন্নিয়া দাখিল মাদরাসায় বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের ২০১৮-১৯ সেশনের কাউন্সিল অনুষ্টিত হয়েছে। ইউনিয়ন তালামীযের বিদায়ী সভাপতি মোঃ মনছুর আলম জাকিরের সভাপতিত্বে ও মোঃ হারুনুর রশীদের পরিচালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ নবীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওঃ মোহাম্মদ সজ্জাদুর রহমান, কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নবীগঞ্জ উপজেলা সহ-সভাপতি মোঃ শামসুল ইসলাম, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান। এতে সর্বসম্মতিক্রমে মোঃ হারুনুর রশীদকে সভাপতি, মোঃ আল আমিন রেজাকে সাধারণ সম্পাদক ও মোশাহিদ আলীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ-সভাপতি সাব্বির আহমদ, সহ-সাধারণ সম্পাদক তরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন সাইফী, প্রচার সম্পাদক মোঃ নুর উদ্দিন, সহ-প্রচার সম্পাদক দেওয়ান সাকী, অর্থ সম্পাদক ফয়সল আহমদ, অফিস সম্পাদক মোঃ ফরহাদ রেজা, সহ-অফিস সম্পাদক দেওয়ান তারিফ, প্রশিক্ষন সম্পাদক মোঃ হাবিবুর রহমান, সহ-প্রশিক্ষন সম্পাদক জাবেদ আহমদ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ইমরান আহমদ, সহ-শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক জামিনুর রশীদ তারেক, সদস্য তারেক আহমদ, মোঃ আবু তাহের।