স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে চাঞ্চল্যকর পুলিশ এসল্ট মামলার ২৬ জন আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শম্পা জাহানের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সিএসআই সিরাজ উদ্দিন আহমেদ। আসামীরা হল, রঙ্গু মিয়া, সামছু মিয়া, রহমান মিয়া, কাজল মিয়া, খলিল মিয়া, তাহির মিয়া, গোলাপ মিয়া, আশরাফ মিয়া, আয়াত আলী, মর্তুজ আলী, লাল মিয়া, রহমত উল্লাহ, মিন্নত আলী, নায়েব আলী ও মহসিনসহ ২৬জন। গত ২৩ আগস্ট উল্লেখিতরাসহ ৪০/৫০ জন লোক পুলিশের উপর আক্রমন করে। এ ব্যাপারে এসআই রাজ কুমার সরকার বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এর পর থেকে আসামীরা আত্মগোপন করে।