মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রিচি ও জয়নগর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে শতাধিক আহত মাধবপুরে ৮ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার উবাহাটায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার ভ্যাট বহাল রাখার দাবীতে জেলা প্রশাসকের কাছে রেস্তোরা মিষ্টি ও বেকারি মালিক সমিতির স্মারকলিপি শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটি বরণ অনুষ্ঠিত মাধবপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার নবীগঞ্জের সবচেয়ে বয়োবৃদ্ধ নারী দিলকাছ মেম্বারের মাতার ইন্তেকাল এলাকায় শোকের ছায়া শিক্ষা উপকরণ বিতরণকালে জিকে গউছ ॥ কোনো দুষ্ট লোক বিএনপি করতে পারবে না

প্রথম দিনে সাড়ে এগারো লাখ টাকা পৌরকর আদায় ॥ হবিগঞ্জ পৌরসভায় ৩ দিনব্যাপী পানির বিল ও পৌরকর মেলা শুরু

  • আপডেট টাইম বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পানির বিল ও পৌরকর প্রদান প্রক্রিয়া সহজীকরণ, করদাতাগণের কর প্রদানে উদ্বদ্ধুকরণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘পানির বিল ও পৌরকর মেলা’। মঙ্গলবার সকালে পৌরভবনের হলরুমে করদাতাগনের হাতে করপ্রদানের শুভেচ্ছা ছাড়পত্র তুলে দিয়ে ৩ দিনব্যাপী করমেলার উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভা মেয়র আলহাজ্ব জি কে গউছ।
মেয়র বলেন, প্রতিবারের মতো এবারও হবিগঞ্জ পৌরসভা করপ্রদানে পৌরবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে করমেলার আয়োজন করেছে। প্রথম দিনের শুরুতেই সর্বস্তরের করদাতাগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহন প্রমাণ করে হবিগঞ্জ পৌরসভার জনগনের মধ্যে পৌরসভার কর্মকান্ডে সহযোগিতার মনোভাব রয়েছে। হবিগঞ্জ পৌরসভা আয়োজিত করমেলায় পৌরবাসী যেভাবে স্বেচ্ছায় পৌরকর প্রদান করেন এবং কর প্রদানে করদাতাদের মাঝে যে উৎসাহ উদ্দীপনা দেখা যায় তা সত্যিই প্রশংসার দাবী রাখে। তিনি অতীতের মতো ভবিষ্যতেও পৌরসভার উন্নয়নে পৌরবাসী সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নুর হোসেন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, অর্পনা পাল, পৌর সচিব মোঃ ফয়েজ আহমেদ, কর আদায়কারী ইসরাত জাহান নীলা প্রমুখ। প্রথম দিনেই সরকারী ও বেসরকারী পৌরকর আদায় হয় ১১ লাখ ৫৬ হাজার ৫শ ২৪ টাকা। পানির বিল আদায় হয় ৯১ হাজার টাকা। প্রথম দিনেই পুলিশ প্রশাসন ২০১৮-১৯ অর্থবছরের সমুদয় পৌরকর ২ লাখ ১৮ হাজার ৩শ ৬২ টাকা পরিশোধ করে। পুলিশ প্রশাসনের পক্ষে মহিবুল হোসেন পৌরকরের চেক মেয়র আলহাজ্ব জি কে গউছের হাতে হস্তান্তর করেন। সমুদয় পৌরকর পরিশোধ করায় মেয়র আলহাজ্ব জি কে গউছের পক্ষে ফুলের তোড়া পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ’র হাতে পৌছে দেন পৌর কাউন্সিলর অর্পনা পাল ও কর আদায়কারী ইসরাত জাহান নীলা। বার লাইব্রেরীর পক্ষে পৌরকর আদায় করা হয় ৫৬ হাজার ৪শ টাকা। মেয়র জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডঃ শফিকুল ইসলামের হাতে শুভেচ্ছা ছাড়পত্র হস্তান্তর করেন। কর মেলায় রয়েছে ৮টি বুথ। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলায় অবস্থিত ব্যাংক বুথের মাধ্যমে পানির বিল ও পৌরকর আদায় করা হচ্ছে। করদাতাগনকে প্রদান করা হচ্ছে করপ্রদানের শুভেচ্ছা ছাড়পত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com