বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০ নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার যুবদলের সাথে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বাহুবলের বাবনাকান্দি গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা লাখাই উপজেলা ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার দুর্গাপুজার কমিটি গঠন ॥ প্রমথ সভাপতি, দিপক সম্পাদক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ৪২৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার সার্বজনীন দুর্গাপুজার কমিটি গঠনের লক্ষ্যে গত শুক্রবার রাতে নাটমন্ডপে এক সভা অনুষ্টিত হয়। দুর্গাপুজা কমিটির সাবেক সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, পৌর কাউন্সিলর বাবুল দাশ, অরবিন্দু বনিক, মন্টু আচার্য্য, নারায়ন রায় প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে সার্বজনীন দূর্গাপুজা কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনু, সহ-সভাপতি প্রজেশ রায় নিতন, রঙ্গ লাল রায়, বিধান ধর, শংকর দেব, পবিত্র বনিক, মৃদুল কান্তি রায়, অসীম রায়, সাধারণ সম্পাদক দীপক পাল, যুগ্ম সম্পাদক উৎপল দাশ, হিমাদ্রী দে মিঠু, ভানু দাশ, পার্থ পাল, অর্থ সম্পাদক অনজিত দাশ লিটন, সহ-অর্থ সম্পাদক উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক লিটন দেবনাথ, সহ-সাংগঠনিক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার রায় হারু, জনি বনিক, দপ্তর সম্পাদক রশময় শীল, সহ-দপ্তর সম্পাদক তনয় দাশ, আপ্যায়ন সম্পাদক সুজয় বনিক, সহ-আপ্যায়ন সম্পাদক দীপ রায়, অনিক কর, সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন বনিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক তনুজ রায়, প্রনব দেব, সাজসজ্জা সম্পাদক গৌতম দাশ গুপ্ত, ধ্র“ব বনিক, ঝুটন বনিক, মিথুন পাল, সম্মানিত সদস্যরা হলেন, কৃপাসিন্ধু পাল, বিজয় রায়, নিরেন্দ্র দেব নিরু, শংকর পাল, নৃপেন্দ্র পাল, বিষ্ণুপদ রায়, নির্মলেন্দু দাশ রানা, গৌতম কুমার দাশ, যুবরাজ গোপ, জন্টু রায়, উত্তম কুমার পাল হিমেল, রিপন দেব, মাধব দেব, অসীম বনিক, তনয় কান্তি ঘোষ, রনজন পাল, মনজিত হালদার মুন্না, সুবির দাশ, রাজু রায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com