নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ বাজার কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়ার সার্বজনীন দুর্গাপুজার কমিটি গঠনের লক্ষ্যে গত শুক্রবার রাতে নাটমন্ডপে এক সভা অনুষ্টিত হয়। দুর্গাপুজা কমিটির সাবেক সভাপতি সুবিনয় করের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আখড়া পরিচালনা কমিটির সভাপতি নিখিল আচার্য্য, পৌর কাউন্সিলর বাবুল দাশ, অরবিন্দু বনিক, মন্টু আচার্য্য, নারায়ন রায় প্রমূখ। সভায় সর্ব সম্মতিক্রমে সার্বজনীন দূর্গাপুজা কমিটি গঠন করা হয়।
কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি প্রমথ চক্রবর্ত্তী বেনু, সহ-সভাপতি প্রজেশ রায় নিতন, রঙ্গ লাল রায়, বিধান ধর, শংকর দেব, পবিত্র বনিক, মৃদুল কান্তি রায়, অসীম রায়, সাধারণ সম্পাদক দীপক পাল, যুগ্ম সম্পাদক উৎপল দাশ, হিমাদ্রী দে মিঠু, ভানু দাশ, পার্থ পাল, অর্থ সম্পাদক অনজিত দাশ লিটন, সহ-অর্থ সম্পাদক উত্তম কুমার রায়, সাংগঠনিক সম্পাদক লিটন দেবনাথ, সহ-সাংগঠনিক নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, প্রচার সম্পাদক অমলেন্দু সুত্রধর, সহ-প্রচার সম্পাদক প্রদীপ কুমার রায় হারু, জনি বনিক, দপ্তর সম্পাদক রশময় শীল, সহ-দপ্তর সম্পাদক তনয় দাশ, আপ্যায়ন সম্পাদক সুজয় বনিক, সহ-আপ্যায়ন সম্পাদক দীপ রায়, অনিক কর, সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন বনিক, সহ-সাংস্কৃতিক সম্পাদক তনুজ রায়, প্রনব দেব, সাজসজ্জা সম্পাদক গৌতম দাশ গুপ্ত, ধ্র“ব বনিক, ঝুটন বনিক, মিথুন পাল, সম্মানিত সদস্যরা হলেন, কৃপাসিন্ধু পাল, বিজয় রায়, নিরেন্দ্র দেব নিরু, শংকর পাল, নৃপেন্দ্র পাল, বিষ্ণুপদ রায়, নির্মলেন্দু দাশ রানা, গৌতম কুমার দাশ, যুবরাজ গোপ, জন্টু রায়, উত্তম কুমার পাল হিমেল, রিপন দেব, মাধব দেব, অসীম বনিক, তনয় কান্তি ঘোষ, রনজন পাল, মনজিত হালদার মুন্না, সুবির দাশ, রাজু রায়।