স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার কাজিহাটা গ্রামে স্বামীর প্রহারে স্ত্রী গুরুতর আহত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের ৫ সন্তানের জনক আব্দুল মালেক দ্বিতীয় বিয়ের জন্য স্ত্রীকে প্রায় চাপ প্রয়োগ করত। কিন্তু স্ত্রী জরিনা খাতুন (৪০) তাকে দ্বিতীয় বিয়ের অনুমতি দিতে অনিহা প্রকাশ করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে আব্দুল মালেক জরিনাকে বেরধর মারপিট করে। এতে সে গুরুতর আহত হলে তাকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জরিনার অবস্থা আশংকাজন দেখে তাকে সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।