ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলান বিভিন্ন ইউনিয়নে পৃথক সংঘর্ষে মহিলাসহ ৮ জন আহত হয়েছেন। সোমবার সকাল ও বিকেলে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা হলেন-উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের আনছার উদ্দিনের পুত্র রাজু আহমেদ (১৮), বাজকাশারা গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র লিংকন মিয়া (২২), বিলকিস বেগম (৫০), দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী সৈয়দা ছাপা বেগম (৬০) পূর্বদেবপাড়া গ্রামের আব্দুল মন্নানের স্ত্রী লিপি বেগম (২৫), পানিউমদা ইউনিয়নের পানিউমদা গ্রামের জালাল মিয়ার স্ত্রী আকলিমা বেগম (১৯) কান্দিগাওঁ গ্রামের গিয়াস উদ্দিনের স্ত্রী স্বপ্না বেগম (২৫), নজিরপুর গ্রামের মনমোহন দাশের স্ত্রী কৃষ্ণা রানী দাশ (২৮) ।