নবীগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ-বাহুবল উপজেলার অন্যান্য ইউনিয়নের পাশাপাশি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চৌধুরী বাজারে ব্যাপক গনসংযোগ করেছেন নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। গতকাল শনিবার সন্ধ্যায় চৌধুরী বাজারে গনসংযোগ শেষে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বাউসা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সাবেক জনপ্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ, বাউসা ইউনিয়ন আওয়ামী পরিবার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার সরকার কর্তৃক নবীগঞ্জ বাহুবলের উন্নয়নের চিত্র তুলে ধরেন। এবং চলমান অনেক উন্নয়ন মূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে বলে তিনি জানান। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য প্রার্থী হিসেবে ডাঃ মুশফিক হুসেন চৌধুরী সর্বস্তরের মানুষের ভোট ও সার্বিক সহযোগিতা কামনা করেন।