স্টাফ রিপোর্টার ॥ শাহজালাল ইসলামী ব্যাংক এর ফাস্ট এসিষ্টেন্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিপি) মাহবুবুর রহমান (জাহান) হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ওই শাখার ব্যবস্থাপক ওয়াহিদুজ্জামান চৌধুরী গতকাল আনুষ্টানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ তাজুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ লুৎফুর রহমানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।