প্রেস বিজ্ঞপ্তি ॥ বিগত ২০১৭ সালের দক্ষিণ সাঙ্গর গাউছিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সালিশ বৈঠকে মসজিদ সমন্বয় সুন্নী সংগ্রাম পরিষদের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খানের নিকট মাদ্রাসায় ১টি একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়ার প্রস্তাব করলে সংসদ সদস্য ১ কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছিলেন। এরই ফলশ্র“তিতে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে মাদ্রাসার জন্য ১টি চার তলা বিশিষ্ট ভবন মন্ত্রণালয় হতে মঞ্জুর হয়ে আসে। এই বিরাট অবদানের কৃতজ্ঞতা স্বরূপ মাদ্রাসার কমিটি ও গ্রামবাসীর পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আব্দুল মজিদ খান ও আলহাজ্ব মোঃ রইছ মিয়াকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন, মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ আব্দুর রউফ, সদস্য মোঃ ফিরোজ মিয়া, মোঃ মাহফুজুর রহমান তালুকদার, শেখ মোঃ মোতাহিরুল ইসলাম, কাজী মাওঃ মোঃ আব্দুল জলিল, মোঃ আব্দুল হান্নান, মাদ্রাসা সুপার মাওঃ মোঃ আব্দুল হামিদ, মোঃ টিপু সুলতান চৌধুরী, মোঃ কামরুল ইসলাম চৌধুরী, মেম্বার শেখ মোঃ মোমিন মিয়া, মেম্বার মোঃ খাইরুল ইসলাম, মোঃ আক্তার মিয়া তালুকদার, মোঃ কাজল মিয়া চৌধুরী, শিক্ষক মোঃ ফজলুর রহমান প্রমূখ।