বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ থানার ওসি কামালের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল নবীগঞ্জ সবজি দোকানে আগুন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি আগামীকাল দিনারপুর কলেজে আসছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ পইল মাছের মেলায় প্যানেল চেয়ারম্যানকে হেনস্তা মাধবপুরে বিএনপির মিলন মেলা ॥ শিল্পপতি সৈয়দ ফয়সলকে প্রার্থী চান নেতাকর্মীরা নবীগঞ্জে তানহা জনি’র “কোমল হাতে স্নেহের পরশ” বইয়ের মোড়ক উন্মোচন চুনারুঘাট মুড়ারবন্দ ১২০ আউলিয়া মাজার শরীফে বার্ষিক ওরস শুরু নবীগঞ্জে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্টিত বানিয়াচঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ জন নিহতের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৬৪ জনের বিরুদ্ধে অভিযোগ নবীগঞ্জ অইনগাঁও সড়ক লাখো মানুষের কান্না !

উপজেলা নির্বাচন ॥ সকল প্রতি সম্পন্ন নিরাপত্তার চাদরে বানিয়াচং কেন্দ্র ১০৫টি ॥ ঝুকিপূর্ণ ৭০

  • আপডেট টাইম রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৪৭৩ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বানিয়াচং উপজেলা নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ১৫টি ইউনিয়নে ১০৫টি কেন্দ্রে ৪৬০টি বুথ রয়েছে। ভোট গ্রহনে প্রিজাইডিং, সহ প্রিজাইডিং ও পোলিং অফিসারসহ সংশ্লিষ্টদের সব কিছু বুঝে দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তার চাঁদরে ঢেঁকে দেয়া হয়েছে পুরো বানিয়াচংকে। ঝুকিপূর্ন কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারীর ব্যবস্থা করা হয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। গতকাল বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনীর উদ্দিন নিজ কার্যালয়ে ভোট প্রদানের কার্যক্রমের নিরাপত্তাসহ আইন শৃঙ্খখলার সার্বিক বিষয়ে সকল প্রস্তুতির সর্বশেষ অবস্থা সম্পর্কে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটানিং অফিসার মোঃ আবদুর রউফকে অবহিত করেন। ভোট গ্রহনের দিন কোনক্রমেই যেন আইন শৃঙ্খখলার নূন্যতম ব্যাঘাত সৃষ্টি না হয় সেই লক্ষ্যে পুলিশের ১৫টি মোবাইল টিম, ২টি স্টাইকিং টীম ২জন ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে, র‌্যাবের মোবাইল টীম ২টি, বিজিবির ৩টি তন্মধ্যে ১টি রিজার্ভ ৩ জন ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে, সেনাবাহিনীর ৩টি তন্মধ্যে ১টি রিজার্ভ ৩ জন ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে, এছাড়া ১৫টি ইউনিয়নে ১জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে ৫জন অস্ত্রধারী পুলিশ ও ২জন অস্ত্রধারী আনসারসহ পুরুষ-মহিলা মিলে আরো ১০জন আনসার সদস্য সার্বক্ষনিক কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এছাড়াও নির্বাচনের দিন জেলা ম্যাজিস্ট্রেট, এডিএম, আরও, এসপি, এডিশনাল এসপি, এএসপিসহ জেলার উধ্বর্তন সকল কর্মকর্তা বানিয়াচঙ্গে অবস্থান করবেন।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিভিন্ন দিক বিবেচনা করে বানিয়াচংয়ের ১৫টি ইউনিয়নের ১০৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৩টি অতিঝুকিপূর্ন ও ৩৭টি ঝুকিপূর্ন কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের দিন এসব কেন্দ্রে আলাদা নজরদারী রাখা হবে।
অতিঝুকিপূর্ন কেন্দ্র গুলো হলো- দাশপাড়া মক্তব, বড়বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়, কামাল খানী মাদ্রাসা, তাপখানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিএসডি মাদ্রাসা, দারুল জান্নাত কুয়ারপাড় আরাবিয়া মাদ্রাসা, তাতারী মহল্লা মক্তব, চৌধুরী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, যাত্রাপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাসিয়া পাড়া মাদ্রাসা, শরীফখানী প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর উচ্চ বিদ্যালয়, দৌলতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাকালকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়ইউড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসায়ে ফয়েজেআম গুনই, খাগাউড়া ইসলামিয়া মাদ্রাসা, নোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়, মক্রমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেন্দুয়াবহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলেরহাটি মক্তব, মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাজুকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজানগর দুলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া কোরানিয়া মাদ্রাসা, কুমড়ী দূর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, দূর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, শ্রীমঙ্গলকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, পৈলারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়।
ঝুকিপূর্ন কেন্দ্র গুলো হলো- দত্তপাড়া বন্যা আশ্রয়, মীরমহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, তকবাজ খানী প্রাথমিক বিদ্যালয়, জামিয়া রেদুয়ানিয়া দাখিল মাদ্রাসা, জয়তারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, গরীব হোসেন মহল্লা প্রাথমিক বিদ্যালয়, ডাঃ ইলিয়াছ একাডেমী, ানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা, পুরানবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, বনমুথুরা সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বানিয়াচং সরকারী এলআর উচ্চ বিদ্যালয়, তেলঘড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাখাইতি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাগাহাতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, চমকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ঘোগড়াপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মদনমুরত সরকারী প্রাথমিক বিদ্যালয়, কালাইজুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আতুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুনারু সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিয়ালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ সাঙ্গর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইকরাম সরকারী প্রাথমিক বিদ্যালয়, হানিফখান উচ্চ বিদ্যালয়, শতমুখা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর সাঙ্গর গুরুগৃহ সরকারী প্রাথমিক বিদ্যালয়, রায়মর্দনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিথঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com