নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কমিটির বর্ধিত সভা অনুষ্টিত। আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ সফল এবং আসন্ন শারদীয় দূর্গাপুজা সফলে প্রস্তুতি সভা গতকাল শনিবার দুপুরে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় অনুষ্টিত হয়। সংগঠনের নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি জগদীশ চন্দ্র মোদক।
প্রধাণ বক্তা ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য কমরেড হিরেন্দ্র দত্ত।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস।
বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মন্ডলীর সদস্য কালীপদ ভট্টাচার্য্য, বাদল কৃষ্ণ বনিক, পৌর কমিটির সভাপতি শিক্ষক বিপুল চন্দ্র দেব, সভাপতি মন্ডলীর সদস্য গৌরমনি সরকার, অরবিন্দু রায়, সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, উপজেলা কমিটির সাংগঠনিক তনুজ রায়, বিভু আচার্য্য, প্রচার সম্পাদক পবিত্র বনিক, বিকাশ চন্দ্র রায়, শৈলেন চন্দ্র দাশ, ভুপেশ চন্দ্র দাশ, দেবব্রত দাশ, মহিতোষ দাশ, চিনু সুত্রধর, চন্দন রায় হরি, স্বপন সুত্রধর, জিতেশ সুত্রধর, ব্রজেন্দ্র দেবনাথ, অমলেন্দু সুত্রধর, লিটন দাশ, করুনাময় দে, শিক্ষক রাখাল চন্দ্র দাশ, প্রদীপ কুমার রায়, শিক্ষক সুজিত দাশ, কাজল কর, বিষু কর, জিতেন্দ্র বৈদ্য, সুবল চন্দ্র দেব, জ্যোতিষ চন্দ্র রায়, ইন্দ্র জিত সিংহ, পরিমল মালাকার, শিক্ষক কৃপেশ রায়।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র মোদক বলেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ দেশে সংখ্যালঘুদের অধিকার আদায় ও অধিকার সংরক্ষনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই এসব সামাজিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের ঐকনন্তক প্রচেষ্টায় আগামী ২৮ সেপ্টেম্বর ঢাকার কেন্দ্রীয় সমাবেশকে সফল করতে তিনি সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।