মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা-ছাতিয়াইন বাজার রাস্তায় ১ কোটি ৫৯ লাখ টাকা ব্যায়ে একটি ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পটি বাস্তবায়ন করবে। গতকাল শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, জেলা প্রশাসক জয়নাল আবেদিন, প্রকল্প পরিচালক পি কে চৌধুরী, জেলা নিবার্হী প্রকৌশলী রবিউল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন জাহান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ্ মোঃ মুসলিম, ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, উপজেলা প্রকৌশলী আহাম্মেদ তানজীর উল্লাহ সিদ্দীকি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান অনিক সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামীলীগ নেতা জাহেদ খাঁন। পরে সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বুল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেনীকক্ষের উদ্বোধন করেন।