বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে টর্চ লাইট জ্বালিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত ৫০ নবীগঞ্জে পাহাড় কাটা ॥ গভীর রাতে সেনাবাহিনীর অভিযান এক্সেভেটর-ট্রাকসহ আটক ৪ হবিগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় আরও একটি মামলা দায়ের নবীগঞ্জে এনায়েত খান মহিলা কলেজের উদ্যোগে প্রবাসীকে সংবর্ধনা প্রদান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ নাহিদুলকে লাখাইয়ে গ্রেফতার যুবদলের সাথে মতবিনিময় সভায় জিকে গউছ ॥ শেখ হাসিনা দেশে আসলে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে বাহুবলের বাবনাকান্দি গ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার পরিবারের দাবি হত্যা লাখাই উপজেলা ওলামা দলের আংশিক কমিটি অনুমোদন সংবাদপত্র হকার্স সমিতির সভাপতির অর্থকড়ি ছিনতাই ॥ মামলা দায়ের প্রবাসী সাংবাদিক মুন্না, তছনু চৌধুরী ও ব্যবসায়ী ছোটন চৌধুরীকে নবীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার ॥ হবিগঞ্জকে সুশৃংখল জেলায় রূপান্তর করতে সক্ষম হব

  • আপডেট টাইম শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮
  • ৫৬২ বা পড়া হয়েছে

মোঃ ছানু মিয়া ॥ হবিগঞ্জের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ বলেছেন, মাদক যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে। মাদক অপরাধের জন্ম দেয়। সকলের সার্বিক সহযোগিতায় হবিগঞ্জে মাদককে জিরোতে নিয়ে আসতে চাই। এতে সফল হলে হবিগঞ্জের ৭০ ভাগ অপরাধ এমনিতেই কমে যাবে। এ জন্য সকলকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ মোকাবেলা করতে সাংবাদিকদের লেখালেখি করতে হবে। সাংবাদিক এবং জনতার সহযোগিতায় দেশে জঙ্গীবাদ দমন করতে পেরেছি। ইভটিজিং, বাল্য বিয়ে সহ সামাজিক অপরাধ দমনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সমাজকে সুন্দর রাখতে সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। আমরা সকলে নিজ নিজ অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করলে হবিগঞ্জকে একটি সুশৃংখল জেলায় রূপান্তর করতে সক্ষম হব। তিনি বলেন, হবিগঞ্জ থেকে আমার চাকুরী জীবন শুরু। পুলিশ সুপার হিসেবেও প্রথম হবিগঞ্জে এসেছি। আগে ছোট পরিসরে হবিগঞ্জ দায়িত্ব করেছি। এবার এসেছি বড় পরিসরে। দায়িত্বও বেশী, সাংবাদিকগণের সহযোগিতার হাতও বেশী করে বাড়াতে হবে। গতকাল বৃহস্পতিবার সকালে হবিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নবাগত পুলিশ সুপার উপরোক্ত কথা বলেন। পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা ও মোঃ রবিউল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও নাজিম উদ্দিন, সিআইডি এএসপি মাহবুবুর রহমান, ওসি সদর সহিদুর রহমান। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহছান, মোঃ ফজলুর রহমান, হারুনুর রশিদ চৌধুরী, গোলাম মোস্তফা রফিক, মোহাম্মদ নাহিজ, সহ সভাপতি ইসমাঈল হোসেন, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোঃ ফরিয়াদ ও শাহ ফখরুজ্জামান, জেলা সাংবাদিক ফোরাম সভাপতি শাকিল চৌধুরী, সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, জেলা টিভি জার্নালিষ্ট এসাসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ছানু মিয়া, তরফ বার্তা সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল, ভোরের কাগজ প্রতিনিধি শফিকুল আলম চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট প্রতিনিধি শওকত চৌধুরী, এটিএন বাংলা প্রতিনিধি এম এ হালীম, জনকণ্ঠ প্রতিনিধি তুহিন চৌধুরী, মাছরাঙ্গা প্রতিনিধি চৌধুরী মাসুদ আলী ফরহাদ, জিটিভি প্রতিনিধি মোঃ নুর উদ্দিন, সাংবাদিক এম এ কাদির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com