স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় ভাপসা গরমে নাভিশ^াস হয়ে পড়েছে মানুষের জনজীবন। অতিরিক্ত গরমের কারণে বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এদিকে, গত ২ দিনে হবিগঞ্জ জেলায় প্রায় অর্ধশতাধিক রোগী ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে এক জন মারা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রচন্ড গরম পড়ায় শিশু বৃদ্ধা সহ অর্ধবয়সী মানুষদের ডায়েরিয়া, আমাশয়, জ¦র, জন্ডিস ও নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ বালাই দেখা দিয়েছে। এসব রোগে আক্রান্ত হয়ে গত ২ দিনে প্রায় অর্ধ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। কিন্তু হাসপাতলে সিট না থাকায় অনেকেই বারান্দার মেজেতে পড়ে চিকিৎসা নিচ্ছে। ডাক্তার ও নার্সরা অতিরিক্ত রোগী হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালে তিল ধারণের সময় নাই। কিন্তু জরুরি বিভাগের সামনেও অনেক রোগীরা পড়ে চিকিৎসা নিচ্ছে। গতকাল বৃহস্পতিবার প্রায় ডায়েরিয়া আক্রান্ত হয়ে পুরুষ মহিলা ১৯ জন ও শিশু রোগী ২১ জন ভর্তি হয়েছে।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসগণ জানান, অতিরিক্ত গরমের কারণে এসব রোগ বালাই দেখা দিয়েছে। তবে টেনশনের কোন কারণ নেই স্যালাইন, ডাবের পানি ও চিড়ার পানি ও নরম জাতীয় খাবারের পরামর্শ দেন।