নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ সিএনজি মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় নির্বাচন অফিসে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, নবীগঞ্জ পৌরসভার কাউন্সিল মোঃ আলাউদ্দিন, জমরু মিয়া, আলাউদ্দিন চৌধুরী, কাউছার চৌধুরী, প্রধান নির্বাচন কমিশনার মোঃ ওয়াহিদুজ্জামান মাসুদ, নির্বাচন কমিশনার আব্দুল মুক্তাদির চৌধুরী, মানিক মিয়া চৌধুরী, সেফুল মিয়া চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি মোঃ হাবিবুর রহমান (সবুজ), সহ-সভাপতি মোঃ আব্দুল মালিক, সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান তালুকদার, যুগ্ম সম্পাদক গোলজার হুসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুবেল মিয়া তালুকদার, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত (রিপন), প্রচার সম্পাদক অপু মিয়া চৌধুরী, সদস্য মোঃ ছাদ্দিক মিয়া, মোঃ মকদ্দুছ মিয়া, আব্দুল হালিম দুলাল শপথ গ্রহণ করেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান নবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ আলাউদ্দিন।