স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দু’দল ছাত্রের মধ্যে সংঘর্ষ রয়েছে। এতে উভয়পক্ষের ৫ ছাত্র আহত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে।
আহত সূত্রে জানা যায়, কলেজে ছাত্র শফিকের সাথে জুবায়েরের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় শফিক ও জুবায়েরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।