নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নে টিউবওয়েলের পানি আনাকে কেন্দ্র করে দু’গ্র“পের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে টিউবওয়েলের পানি আনাকে কেন্দ্র করে শফিক মিয়া ও হুমায়ুন মিয়ার মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২৫), সাহিদুর রহমান (২৭), এমদাদুল হক (২২)কে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। করগাঁও ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মোহিত সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন।