অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে লাসকু মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানার এসআই কমলা কান্ত মালাকার, এএসআই জসিম উদ্দিন, টুটন ও বিধান রায়সহ একদল পুলিশ দেউন্দি মোড় সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ১০পিছ ইয়াবাসহ লাসকুকে হাতেনাতে আটক করে। সে শায়েস্তাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের গাজী মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদকের মামলা রয়েছে।