আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে ফাঁদ পেতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আটক মাদক ব্যবসায়ীর নাম শাহাবুদ্দিন। তিনি নারায়নপুর গ্রামের মোহন মিয়ার ছেলে। গতকাল বুধবার সকালে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন থেকে তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। ডিবি পুলিশের এস.আই ইকবাল বাহার জানান, শাহাবুদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। ডিবির লোক ক্রেতা সেজে তার কাছ থেকে গাঁজা কিনতে গিয়ে হাতেনাতে আটক করে। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।