স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের আলফু মিয়া নামে এক যুবককে মারধোরের অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে তার উপর হামলা করা হয়। সে ওই গ্রামের মৃত আব্দুল খালিকের পুত্র। প্রতিপক্ষের হামলায় আহত আলফু মিয়া জীবন মৃত্যুর সন্নিকটে রয়েছে। এমতাবস্থায় পরিবারে লোকজন অজানা আতংকের মধ্যে বসবাস করছেন।
আসামীরা হচ্ছেন ছোট ভাকৈর গ্রামের অজুদ মিয়া (৪৪), অনু মিয়া (৪৮), মিজানুর রহমান (২৫), শাহীনুর (২২), রানু মিয়া (৩৮), তাজুদ মিয়া (৪২), পারজুল মিয়া (৩৪), লিকন মিয়া (৩৬), সাদ্দাম হোসেন (২৮)।
মামলা বিবরণে জানা যায়, জায়গা জমি নিয়ে ওই গ্রামের অজুদ মিয়া গংদের সাথে আলফু মিয়াদের বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত ১৮ আগস্ট আলফু মিয়াকে মারধোর করা হয়। এ ঘটনায় মোঃ এলমান মিয়া বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।