স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে নিউইর্য়ক গমন করেছেন। গতকাল দিবাগত রাত দেড় টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্ক এর উদ্দেশ্যে দেশত্যাগ করেন। তিনি জাতীসংঘের অধিবেশন ছাড়াও বিভিন্ন ব্যবসায়ীক সেমিনারে অংশগ্রহন করবনে। আগামী ৩০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে। মোতাচ্ছিরুল ইসলাম সকলের নিকট দোয়া কামনা করছেন।