বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে আঃ কাদির হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় পিবিআই’র পুলিশ পরিদর্শক মাইনুল ইসলামের নেতৃত্বে বানিয়াচং ৩নং ইউনিয়নের হাসপাতাল পয়েন্টে অভিযান চালিয়ে হত্যা মামলার চার্জশিটভুক্ত ২নং আসামি মহব্বতখানীর রয়মান উল্লাহর পুত্র মতলিব মিয়া (৪৫) ও ১৫নং আসামি একই মহল্লার সুদিন উল্লাহর পুত্র হাফিজুর রহমান (২৫) কে আটক করেন। জানা যায়, গত ৯ মার্চ ক্রিকেট খেলা নিয়ে নিয়ে মহব্বতখানী ও চান্দের মহল্লা লোকজনদের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে চান্দের মহল্লার আঃ কাদিরকে পিঠিয়ে আহত করে আসামিসহ অন্যান্যরা। পরে আহত অবস্থায় প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে আহত কাদিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় নিহত আঃ কাদিরের ভাই আঃ মালেক ২২ জনের নাম উল্লেখ করে বানিয়াচং থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জশিট হলেও এক বছর পর পুলিশ কোন আসামিকে ধরতে পারেনি। পরে মামলাটি পিবিআই’র কাছে হস্তান্তর করা হয়। শেষ পর্যন্ত পিবিআই আঃ কাদির হত্যা মামলার দুই আসামিকে ধরতে সফল হয়। এই বিষয়ে পিবিআই’র পুলিশ পরিদর্শক মাইনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, আঃ কাদির হত্যা মামলার বাকি আসামিদের ধরতেও পিবিআই’র অভিযান অব্যাহত আছে।