স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার জয়রামপুর গ্রাম থেকে দুই মাদক সেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আড়াই গ্রাম গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হল ওই গ্রামের শুকুর আলীর পুত্র শামছুল হক (২৫) ও গদাই নগর গ্রামের ওয়াহিদ মিয়ার পুত্র রুবেল মিয়া (৩০)। গতকাল মঙ্গলবার সকালে সদর থানার এসআইর নেতৃত্বে একদল পুলিশ ওই গ্রামের অভিযান চালিয়ে তাদের আটক করে।