মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ এলাকায় আওয়ামীলীগ এর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে মামলা পাল্টা মামলার ঘটনায় এলাকায় অস্তিরতা বিরাজ করে। যেকোন সময় এ ক্ষোভের বিস্ফোরণ ঘটার আশংকা করছেন এলাকাবাসী। এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে খাগাউড়া গ্রামের শামীম আদালতে ৭ ধারায় মামলাও দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, দৌলতপুর গ্রামের শফিউল হাসান চৌধুরী শামীম খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মন্ডলীর সদস্য। তিনি এরপূর্বে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং জেলা ছাত্রলীগেরও সদস্য ছিলেন। অন্যদিকে আওয়ামীলীগের অপর একটি গ্র“প তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। বর্তমানে একজন জনপ্রতিনিধি স্থানীয় ছাত্রলীগের নিয়ন্ত্রন নেওয়া চেষ্টা করলে আওয়ামীলীগ নেতা শামীম বাধা হয়ে দাড়ান। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত ২১ ফেব্র“য়ারী শামীম হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকাবস্থায় ইউনিয়ন ছাত্রদল এর আহ্বায়ক রাসেল বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় শামীম কারাভোগও করেন। পরবর্তীতে শামীমও একটি মামলা দায়ের করেন। সম্প্রতি একই গ্রামের বজলু মিয়া বাদী হয়ে শামীম ও তার পরিবারের লোকজনকে আসামী করে কোর্টে একটি মাছ চুরির মামলা দায়ের করেছে। এলাকার অনেকে জানান বাদী বজলু মিয়ার ওই এলাকায় কোন পুকুর নেই। যা সরেজমিন তদন্তে সত্যতা পাওয়া। এছাড়া উক্ত মামলায় যাদের স্বাক্ষী রাখা হয়েছে অধিকাংশ স্বাক্ষীই শামীম এর দায়েরকৃত মামলার আসামী। মুটোফোনে ওই এলাকার বেশ ক’জন লোকের সাথে আলাপকালে তারা জানিয়েছে শামীম এর উপর বজলুর দায়েরকৃত মামলাটি হয়রানিমূলক। এ ব্যাপারে আওয়ামীলীগ নেতা শফিউল চৌধুরী শামীম ক্ষোভ প্রকাশ করে জানান, দুঃসময়ে ছাত্রলীগ ও আওয়ামীলীগ করে দলকে টিকিয়ে রেখেছি। এখন আমার নামেই মিথ্যা মামলা হয়, আমাকেই হামলা করে। বজলু আমাকে হয়রানী করতে এই মাছ চুরির মামলাটি করেছে, যা সরেজমিন তদন্তেও মিথ্যা প্রমানিত হবে। বজলুগংরা এলাকায় একের পর এক এসব অপকর্ম করেও তারা সর্বত্র হেটে বেড়ায়। তিনি বলেন, ছাত্রদল যুবদলের লোকজন যখন দলে প্রবেশ করতে চায় তখন এর প্রতিবাদ করি। আর এই বিষয়টি আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে। উপজেলা আওয়ামীলীগ ও জেলা আওয়ামীলীগের নেতাদেরকে জানিয়েছি। আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ব্যাপারে, তারাও এর প্রতিবাদ জানিয়েছেন। আমি নির্দোষ হলেও থানা-পুলিশ আমাকেই হয়রানি করছে। আমি এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি এবং প্রকাশ্যে জনসম্মুখে বজলুর দায়েরকৃত মামলাটির তদন্তের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার জানান, শামীম আওয়ামীলীগের একজন নিবেদিত নেতা। সে ছাত্রলীগের রাজনীতি করে এখন আওয়ামীলীগের রাজনীতি করছে। তার উপর এ ধরনের মিথ্যা মামলা পরিকল্পিত। আমি শামীমের উপর দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, শামীম খাগাউড়া ইউনিয়ন আওয়ামীলগের দুঃসময়ের নেতা। আমি তার উপর একের পর এক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।