প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার কাজিরগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের প্যানেল চেয়রম্যান-১ ও আওয়ামীলীগ নেতা খালেদ মোশারফ সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার দুপুরে কাজিরগঞ্জ বাজার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন অনুষ্টিত হয়। উক্ত নির্বাচনে ৯ জন ভোটার কন্ঠ ভোটে তাদের মতামত প্রকাশ করেন। এরমধ্যে ৮ জন সদস্যই কন্ঠ ভোটে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ খালেদ মোশারফ’কে সভাপতি হিসেবে মতামত প্রদান করেন। ফলে খালেদ মোশরফকে সভাপতি হিসেবে ঘোষনা দেন নির্বাচন কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন মাদ্রাসার সুপার শামছুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য আনহার মিয়া, মহিবুর রহমান, শাহাব উদ্দিন, নাছির মিয়া, দাতা সদস্য নাতির মিয়া, প্রতিষ্টাতা সদস্য মসুদ মিয়া, মহিলা সদস্য সুহেনা বেগম, শিক্ষক প্রতিনিধি মুমিনুল হক, আব্দুল বারী, সাবেক সদস্য সাইফুর রহমান, বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আহমদ রেজা, কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, ইউপি যুবলীগ সভাপতি তৈয়বুর রহমান, সাংবাদিক নিয়ামুল করিম অপু, সহ সভাপতি মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, আকলিছ মিয়া প্রমুখ। এদিকে কাজিরগঞ্জ দাখিল মাদ্রাসার সভাপতি হিসেবে খালেদ মোশারফ নির্বাচিত হওয়ায় নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও আওয়ামীলীগ নেতা এটিএম সালামসহ নানা শ্রেণী পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন।