প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইলসাম জাতিসংঘের ৭৩তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী মনোনীত হওয়ায় হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে চেম্বার কার্যালয়ে মোতাচ্ছিরুল ইসলামকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, নির্বাহী সদস্য মোঃ নিয়াজুল বর চৌধুরী নিয়াজ, মোঃ দেওয়ান মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, মোঃ আমিনুল ইসলাম বাবুল, এন.এম ফজলে রাব্বি রাসেল, সোহেল রানা তালুকদার, মোঃ জয়নাল আবেদীন, সিদ্ধার্থ শংকর রায় পিনাক, চেম্বারের সচিব মোঃ আরজু মিয়া মজুমদার প্রমূখ।