নবীগঞ্জ প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার মার্কুলী বাজারে হাতে বানানো সাদা বিড়ি বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় ৮হাজার টাকার বিড়ি পুড়িয়ে ধ্বংস করা হয়।
গত রবিবার বিকেলে বানিয়াচং উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাব্বির আহমেদ আখনজির নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ সাদা বিড়ি রাখার অপরাধে ব্যবসায়ী চমক আলীকে ৫শত টাকা ও মহিতোষকে ২শত টাকা জরিমানা করা হয়। এসময় ওই দুই দোকান থেকে অবৈধ ৮ হাজার সাদা বিড়ি জব্দ করে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।