স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে নুরুল ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের মৃত সিদ্দিক আলীর পুত্র।
স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র। গত সোমবার দুপুরে অভিমান করে সে বিষপানে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে নুরুল ইসলাম মারা যায়। খবর পেয়ে সদর থানার পুলিশ লাশের সুরুতহাল রিপোর্ট তৈরী করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।