স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ডেওয়াতলি গ্রামে রাব্বি আহমেদ (৩) নামে এক শিশু পানিতে পড়ে মারা গেছে। সে ওই গ্রামের বিলাল মিয়ার পুত্র। গতকাল সোমবার বিকেলে বাড়ির পাশে আঙ্গিনায় খেলা করার সময় পাশর্^বর্তী পুুকুরে পড়ে যায়। অনেক খোজাখুজির পর কোথাও তাকে পাওয়া যায়নি। ঘন্টাখানেক পর পুকুরে রাব্বির মরদেহ বেশে উঠলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।