নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১তম আর্বিভাব দিবসক গত রবিবার রাতে নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে পালন করা হয়েছে। অনুষ্ঠান মালার মধ্য ছিল সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রস্থাদি পাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রচুর ভক্তবৃন্দের সমাগমে অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, মৃম্ময় কান্তি দাশ বিজন, তাপস বনিক, রশময় শীল, ডাঃ মিহির লাল সরকার, নরেশ চন্দ্র দাশ, শিক্ষক হরিপদ দাশ, শিক্ষক সুব্রত দাশ, শিক্ষক নিখিল সুত্রধর, সুনীল রায়, রাখাল চন্দ্র দাশ, নারায়ন সরকার, শংকর গোপ, শিক্ষক সঞ্জয় ধাম, সজল চন্দ্র দেব, নিতেশ দাশ, নারায়ন দাশ, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, বিশ্বজিত গোপ, জয়হরি দেব, বৌদ্ধ গো, অর্পন বনিক, হৃদয় শীল প্রমূখ। অনুষ্ঠানের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের জীবনী ও বানীর উপর আলোচনা তুলে ধরা হয়।