প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বিদায়ী পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম-বারকে পইলের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বিপিন চন্দ্র পাল স্মৃতি সংসদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। গত শনিবার বিপিন পাল স্মৃতি পাঠাগার মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিন পাল স্মৃতি সংসদের সভাপতি ও হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। পইল ইউপির চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল এসপি হবিগঞ্জ সার্কেল রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার সদ্য যোগদানকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান, হাজী আম্বর আলী, পইল ইউপির সদস্যবৃন্দ প্রমুখ। সভার প্রারম্ভে কোরান তেলাওয়াত করেন হাফেজ মহিউদ্দিন। গীতা পাঠ করেন বাবু স্বপন অধিকারী। শুভেচ্ছা বক্তব্য রাখেন আজম উদ্দিন, আব্দুল জলিল মিন্টু, ইনসাফ উদ্দিন, মোস্তফা মিয়া ও শফিকুল ইসলাম। সভায় বক্তাগন পইল সহ হবিগঞ্জের বিভিন্ন স্থানে সংঘটিত খুন ও রাহাজানি মামলার দ্রুত তদন্ত ও আসামী গ্রেফতারের জন্য বিধান ত্রিপুরাকে সর্বস্তরের জনগনের পক্ষ থেকে ধন্যবাদ জানান। বিধান ত্রিপুরা তাকে সম্মাননা দানের জন্য পইল ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ও ভবিষ্যতেও পইলের সাথে সুসম্পর্ক বজায় থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।