মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধ মামলার আসামী বানিয়াচং উপজেলার ১৪নং মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মধু মিয়া তালুকদারের মুক্তির দাবীতে নিজ এলাকায় মানববন্ধন হয়েছে। গত শুক্রবার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ‘হবিগঞ্জের বানিয়াচং, আজমিরীগঞ্জ, কিশোরগঞ্জের মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার হাওরবাসী’ এর ব্যানারে শত শত মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন। কর্মসূচীতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কেল আলী মাষ্টার, মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হাই, এলাকার প্রবীণ ব্যক্তি তাজ উদ্দিন, আব্দুর রেজাক, ছিদ্দিকুর রহমান, আবুল হোসেন খান প্রমুখ। বক্তারা বর্তমান ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মধু মিয়া তালুকদার এর নিঃশর্ত মুক্তির দাবী জানান। তারা বলেন, মুক্তিযুদ্ধের পূর্বেকার একটি সংঘর্ষ ও হতাহতের ঘটনাকে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের ঘটনা উল্লেখ করে অত্র অঞ্চলের জনপ্রিয় চেয়ারম্যান মধু মিয়া তালুকদারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মধু মিয়া তালুকদারের বয়স ছিল মাত্র ৮ থেকে ৯ বছর। মধু মিয়া তালুকদারের পরিবারও ছিল মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। তাই হাওরপাড়ের মানুষের প্রাণের দাবী অবিলম্বে যেন মিথ্যা মামলায় আটক মধু মিয়া তালুকদারকে নিঃশর্ত মুক্তি দেয়া হয় এবং তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। বক্তারা আরো বলেন, মধু মিয়া তালুকদারের বাবা মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেছেন।
উল্লেখ্য, বিথঙ্গল গ্রামের হিরন বালা সরকার বাদী হয়ে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে তার স্বামী লক্ষণ সরকারসহ ৩ জনকে মুক্তিযুদ্ধের সময় হত্যা করা হয়েছে দাবী করে মধু মিয়া তালুকদারের বিরুদ্ধে মামলা দায়ের করলে হবিগঞ্জের ডিবি পুলিশ গত ২৪ মে তাকে আটক করে।