স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এর সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী মোঃ আব্দুল আজিজ এর সাথে হবিগঞ্জ প্রেসক্লাবে এক মতবিনিময় সভা ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মোঃ শাবান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেল চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, কুমিল্লা পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ রফিকুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক স্বদেশ বার্তা সম্পাদক ইসমাঈল হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল হক শাকিল, দৈনিক দেশজমিন সম্পাদক আলমগীর খান, এম এ মজিদ।
উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, নুরুজ্জামান ভূইয়া মামুন, এম এ হালীম, চৌধুরী মাসুদ আলী ফরহাদ, সৈয়দ এখলাছুর রহমান খোকন, শ্রীকান্ত গোপ, মজিবুর রহমান, আশরাফুল ইসলাম কহিনুর, জিয়াউদ্দিন দুলাল, মইনুদ্দিন আহমেদ, মোঃ ছানু মিয়া, সুকান্ত গোপ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তব্যকালে বিশিষ্ট সমাজ সেবক ইংল্যান্ড প্রবাসী আব্দুল আজিজ হবিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক কল্যাণ তহবিলের উন্নয়নে ব্যক্তিগত, পারিবারিক ও সাংগঠনিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।