স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে সেনাবাহিনীর মালবাহি ট্রাকের সাথে যাত্রীবাহি বাসের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহ্পুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকাগামী সেনাবাহিনীর একটি মালবাহি ট্রাক ও সিলেটগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর চালক রবিউলসহ ১৫ জন আহত হয়েছেন। আহত অন্যান্যরা সকলেই বাসযাত্রী।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।