নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যোগে যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩১তম জন্মদিবসকে কেন্দ্র করে শুভ ভাদ্র পরিক্রমা শুরু হয়েছে। এতে করে ভক্তবৃন্দের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। সমবেত প্রার্থনা, বিশ্বশান্তি কামনায় নামজপ, সদগ্রস্থাদি পাঠ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে প্রতিদনই সৎসঙ্গ অনুষ্টিত হয়। গত বুধবার রাতে নবীগঞ্জ মধ্যবাজার রিনা পালের আয়োজনে ২৬তম দিনের ভাদ্র পরিক্রমা অনুষ্টিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সভাপতি মৃনাল কান্তি দাশ বাদল, সাবেক সভাপতি অজিত কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেল, ডাঃ মিহির লাল সরকার, মৃম্ময় কান্তি দাশ বিজন, রশময় শীল, নরেশ চন্দ্র দাশ, শংকর গোপ, নয়ন লাল সরকার, নারায়ন দাশ, নিতেশ দাশ, দিপন চন্দ্র দাশ, নয়ন চন্দ্র দাশ, বিশ্বজিত গোপ, নয়নমনি সরকার, জয়হরি দেব প্রমূখ। অনুষ্ঠানের শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের পঞ্চনীতি, জীবনী ও বানীর উপর আলোচনা তুলে ধরা হয়।