স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল থানা পুলিশ ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। নববধূর নাম নাছিরা বেগম (২৪)। তিনি বড়নগর গ্রামের ড্রাইভার রাসেল মিয়ার স্ত্রী এবং শেখের মহল্লা গ্রামের মৃত জিলাই মামুদ র মেয়ে। নাছিরা হত্যা করা হয়েছে বলে তার পিতার পরিবার দাবী করছে। অপরদিকে নাছিরার মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা বলে দাবী করছে তার স্বামীর পরিবার। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৬ মাস পূর্বে নাছিরা এবং রাষের মিয়ার বিয়ে হয়। গতকাল ভোরে কোন এক সময়ে সবার অগোচরে স্বামী রাসেল মিয়ার বসত ঘরের ভিতরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ ঘটনাটি এলাকাসহ নাছিরার বাবার বাড়ী শেখের মহল্লা গ্রামে পৌঁছলে সেখান থেকে তার পরিবারের সদস্যসহ আত্মীয় স্বজন বড়নগর গ্রামে ছুটে আসেন। নাছিরার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য প্রায় সময়েই নাছিরাকে মানসিকভাবে নির্যাতন করতো স্বামী ও শ্বশুরবাড়ীর লোকজন। এ নিয়ে প্রতি নিয়ত স্বামী-স্ত্রীর মধ্যে কলহ দেখা দিত। সর্বশেষ নাছিরার আত্মহত্যার ৩দিন পূর্বেও স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাঁেধ। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানা-পোড়েন চলছিল। এ দিকে নাছিরার আত্মহত্যার খবর পেয়ে বানিয়াচং থানায় অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলীর নির্দেশে এসআই হাবিবুর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাছিরার ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ হেফাজতে ময়না তদন্তের জন্য লাশটি হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এব্যাপারে থানার এসআই হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, ময়না তদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।