স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের নজির মার্কেট এলাকা থেকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরের সদস্য বাছির (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বহুলা গ্রামের আব্দুল হামিদের পুত্র। গত সোমবার রাত সাড়ে ৩ টায় সদর থানার এসআই শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সে এমএস অনলাইনের মালিক সাইফুদ্দিন জাবেদের চুরি হওয়া মোটরসাইকেলের মামলার এজহারভুক্ত আসামী। এতদিন বাছির আত্মগোপনে ছিল। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।