মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যাত্রীবাহি ইমা ও সিএনজি অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদকসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় বানিয়াচং রোডের কদমতলি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলা সদরের প্রথমরেখ গ্রামের মৃত আঃ নূর মিয়ার বিধবা স্ত্রী স্ট্রোকে আক্রান্ত জরিনা বিবি (৭৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হন স্বজনরা। পথে কদমতলি নামক স্থানে যাওয়া মাত্র বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ইমা গাড়ি ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা ৬ জন যাত্রীই গুরুতর আহত হন। তন্মধ্যে স্ট্রোকে আক্রান্ত জরিমানা বিবি ও তার ছোট ভাই গ্যানিংগঞ্জ বাজারের ব্যবসায়ী আলকাব মিয়া (৫৭)’র অবস্থা আশংকাজনক। মুমূর্ষুবস্থায় আলকাব মিয়াকে সিলেট আল হারামাইন হাসপাতালে আইসিউতে রাখা হয়েছে। অন্যান্য আহতরা হলেন, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ শায়খ ইকবাল হোসাইন, সিএনজি চালক কামরুল (২৫), ইমরানা (৪৫) ও সুফিয়া বেগম (৫৩)।
হবিগঞ্জ-বানিয়াচং সড়কে দূর্ঘটনা যেন থামছেই না। একের পর এক সড়ক দূর্ঘটনা ঘটলেও কার্যত কোন ব্যবস্থা গ্রহন করা হচ্ছে না। সাধারণ যাত্রীদের দাবী দ্রুত সড়ক দূর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার। নতুবা জীবন রক্ষার্থে আন্দোলনে নামা ছাড়া কোন বিকল্প থাকবে না বলে জানিয়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রী সাধারন