স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী মহিলাদলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা মহিলাদলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিকালে শায়েস্তানগরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী।
জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাহুবল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরজাহান বেগম,সদর উপজেলা মহিলাদলের আহ্বায়ক আইরিন বেগম, যুগ্ম আহ্বায়ক ফাতেমা বেগম, আলফা বেগম, সামিনা আক্তার, আবেদা খাতুন, জোসনা বেগম, রেহেনা বেগম, রাজিয়া বেগম , তৈয়ম বেগম প্রমুখ।