প্রেস বিজ্ঞপ্তি ॥ ভোটাধিকার সহ-গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে শামিল হোন এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট হবিগঞ্জ জেলা শাখার আয়োজনে খোয়াই ব্রীজ পয়েন্ট, মোতালিব চত্বর ও আনোয়ারপুর বাইপাস পয়েন্টে দাবি দিবসের কর্মসূচী পালন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সকল পথসভায় বক্তব্য রাখেন-জেলা কমিউনিস্ট পার্টি সিপিবির সভাপতি কমরেড হাবিবুর রহমান, তেল-গ্যাস-বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব নূরুল হুদা চৌধুরী, শিবলী, জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, জেলা বাসদ সমন্বয়ক এডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম প্রমুখ। উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন- ডাঃ সুনিল রায়, সাহেব আলী, আহাদ মিয়া, সামছু মিয়া, কাজল মিয়া, আলী আহমদ, আলী হোসেন, মোঃ জসিম, ফারুক মিয়া, অর্জুন দাশ।
সভায় বক্তাগণ বলেন-নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারকে পদত্যাগ করে সব দল ও সমাজের অপরাপর মানুষের মতামতের ভিত্তিতে “নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার” গঠন করতে হবে। নির্বাচন তফসিল ঘোষণার পূর্বে বর্তমান জাতীয় সংসদ ভেঙ্গে দিতে হবে। জনগণের আস্থাহীন সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পূর্নগঠন করতে হবে। এসকল দাবি বাস্তবায়নে লুটেরা, ধনিক শ্রেণীর দ্বি-দলীয় অপরাজনীতির বাহিরে বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি উত্থান ঘটানোর জন্য সাধারণ জনগণকে বিশেষ করে কৃষক শ্রমিক মেহনতি মানুষদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।