নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দু’টি সিএনজি স্ট্যান্ডের বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সংঘাত-সংঘর্ষ, মাছ বাজারসহ দোকান পাটে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় গত ৩ দিন ধরে টানটান উত্তেজনা, গুজব আর গুঞ্জনে উত্তোপ্ত অবস্থার অবসান ঘটিয়ে শান্তির পথে নবীগঞ্জ শহর’কে ফের অশান্ত করার চক্রান্ত চলছে। আজ সোমবার সকাল ১০ টায় শহরের চরগাওঁ গ্রামের ঈদগাহ মাঠে বিশাল মিটিংয়ের আহ্বান করা হয়েছে। দাওয়াত দেয়া হয়েছে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদেরকেও। বিশাল পেন্ডেল তৈরী করা হয়েছে ঈদগাহ মাঠে। হবিগঞ্জ শহর থেকে বসার জন্য চেয়ার আনা হচ্ছে বলে সুত্রে জানা গেছে। উক্ত মিটিং ও দাওয়াতের খবরে শহর ও শহরতলীর আশপাশে নতুন করে আতংক দেখা দিয়েছে।
আইনশৃংখলা বাহিনীর কটোর হস্তক্ষেপ এবং জেলা পুলিশের উদ্যোগে বিরোধপুর্ণ গ্রাম গুলোর নেতৃবৃন্দের সাথে বৈঠকের মাধ্যমে শান্তির আলো রির্পোট লেখা পর্যন্ত লক্ষ করা যাচ্ছিল। গতকাল রবিবার শহরে গত দু’দিনের চেয়ে লোক সমাগম বৃদ্ধি ছিল।