স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নতুন পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে মোহাম্মদ উল্ল্যাকে (বিপিএম-সেবা)। রোববার (৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়। এর আগে তিনি সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। হবিগঞ্জের বর্তমান পুলিশ সুপার বিধান ত্রিপুরাকে পুলিশ অধিদপ্তরের এআইজি পদে পদায়ন করা হয়েছে।